ঢাবি ছাত্রশক্তির নেতৃত্ব পেয়ে নর্দান ইউনিভার্সিটির শিক্ষকতা ছাড়লেন তাহমীদ

ঢাবি ছাত্রশক্তির নেতৃত্ব পেয়ে নর্দান ইউনিভার্সিটির শিক্ষকতা ছাড়লেন তাহমীদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ার পর দিনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছেন তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী। তিনি গত ৮ অক্টোবর থেকে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমি আগেই পদত্যাগপত্র দিয়ে রাখছিলাম আজ সেটি গৃহীত হয়েছে।

নর্দান ইউনিভার্সিটি প্রশাসনও বিষয়টি নিশ্চিত করেছেন।
 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এ বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন।

গতকাল  শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করেন। সেখানে তাহমীদকে সভাপতি এবং আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ