৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
৪২ বছর পর ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ দিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনের তৃতীয় ও শেষ ম্যাচে ২২৩ রানের লক্ষ্য ২ উইকেট হাতে রেখে ছুঁয়ে নেয় কিউইরা। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয় তারা। চার দশকেরও বেশি সময় পর ইংলিশদের বিপক্ষে সিরিজের সব ম্যাচ জিতে ইতিহাস পুনরাবৃত্তি করল মিচেল স্যান্টনারের দল। সর্বশেষ ১৯৮৩ সালে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড।
শনিবার অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে ধসে পড়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ। মাত্র ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। তবে জেমি ওভারটনের দৃঢ় ইনিংস কিছুটা লড়াইয়ের পুঁজি দেয় দলকে। তিনি ৬২ বলে ৬৮ রান করেন। সহায়তা দেন অধিনায়ক জস বাটলার (৩৮) ও ব্রাইডন কার্স (৩৬)। নিউজিল্যান্ডের হয়ে ব্লেয়ার টিকনার ৪ উইকেট ও জ্যাকব ডাফি ৩ উইকেট দখল করেন।
রান তাড়ায় দুর্দান্ত সূচনা পায় কিউইরা। ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান। এরপর কনওয়ে ৩৪ ও রবীন্দ্র ৪৬ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে দলটি। একে একে উইল ইয়াং (১), টম লাথাম (১০) ও ড্যারিল মিচেল (৪৪) বিদায় নিলে ১৯৬ রানে আট উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড।
তবে শেষ দিকে শান্ত স্বভাবে দলকে উদ্ধার করেন জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনার। তাদের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি ৩৭ বলে ৩০ রান যোগ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ফোকস অপরাজিত থাকেন ১৪ রানে এবং টিকনার ১৮ রানে। ৩২ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ৪২ বছরের অপেক্ষার অবসান ঘটায় কিউইরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।