বিদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা চালু করছে পর্তুগাল

বিদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা চালু করছে পর্তুগাল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। দেশটির নতুন এই ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ কার্যকর হলে বিদেশি দক্ষ কর্মীদের জন্য ইউরোপের এই দেশে কাজের সুযোগের নতুন দ্বার উন্মুক্ত হবে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দ্য পর্তুগাল নিউজ জানিয়েছে, এই ভিসাটি আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’র পরিবর্তে চালু করা হচ্ছে। নতুন নীতির মাধ্যমে পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ফলে দেশটির কনস্যুলার অফিসগুলোসহ ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো এখন আর পুরাতন ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন স্কিলড ওয়ার্ক ভিসা চালুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে ভিসাটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ ও নিয়মাবলি চূড়ান্ত হওয়ার পর।

দ্য পর্তুগাল নিউজ আরও জানায়, ২২ অক্টোবর ২০২৫ তারিখে সরকারি গেজেটে প্রকাশিত পর্তুগালের নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী এই নীতিগত পরিবর্তন কার্যকর করা হচ্ছে। আইনটি বিদেশি কর্মসংস্থান প্রক্রিয়া সহজতর করা এবং দক্ষ শ্রমিক আকর্ষণকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে। এর ফলে বিভিন্ন খাতে জনবল ঘাটতি পূরণে সহায়ক হবে বলে আশা করছে পর্তুগাল সরকার।

বর্তমানে সব কনস্যুলেট ও অংশীদার প্রতিষ্ঠান পুরনো ওয়ার্ক সিকিং ভিসাসংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে। নতুন ভিসার আবেদন শুরুর তারিখ, যোগ্যতার মানদণ্ড ও প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী নির্দেশনার মাধ্যমে ঘোষণা করা হবে। পর্তুগাল সরকার আশা করছে, নতুন স্কিলড ভিসা কার্যকর হলে দেশের শ্রমবাজারে অভিবাসী দক্ষ কর্মীদের অংশগ্রহণ আরও সুসংগঠিত ও কার্যকর হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ