জনস্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে মালদ্বীপে ধূমপান নিষিদ্ধের আইন পাশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে কার্যকর হয়েছে প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধের নতুন আইন। জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠনের লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) থেকে দেশটিতে এই আইন কার্যকর করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তি মালদ্বীপে ধূমপান করতে, তামাকজাত পণ্য কিনতে বা ব্যবহার করতে পারবেন না। আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এ সংক্রান্ত আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্যোগটির মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষা করা এবং জাতীয় পর্যায়ে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করা।
আইন অনুযায়ী, বিক্রেতাদের ক্রেতার বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ তামাকজাত পণ্য কিনতে পারবে না। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র মালদ্বীপের নাগরিকদের জন্য নয়, বরং দেশটিতে আগত বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।
বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে এক হাজারেরও বেশি ছোট প্রবালদ্বীপ রয়েছে, যেখানে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণ করে। ফলে আইনটি আন্তর্জাতিক পর্যায়েও বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
এছাড়া, দেশে সব বয়সী মানুষের জন্য ই-সিগারেট ও ভ্যাপিং পণ্য আমদানি, বিক্রি, বিতরণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রির ক্ষেত্রে ৫০ হাজার রুপিয়া পর্যন্ত জরিমানা এবং ভ্যাপিং যন্ত্র ব্যবহারে ৫ হাজার রুপিয়া জরিমানার বিধান রাখা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, মালদ্বীপ বিশ্বে প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধের আইন কার্যকর করেছে। একই ধরনের আইন যুক্তরাজ্যে প্রক্রিয়াধীন থাকলেও নিউজিল্যান্ড ২০২৩ সালে প্রণীত তাদের এমন আইন পরবর্তী সময়ে বাতিল করে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।