কুমিল্লায় আওয়ামীলীগের ঝটিকা মিছিলঃ গ্রেফতার ১৩
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় রাজনৈতিক সকল কার্যক্রমে নিষিদ্ধ দল আওয়ামীলীগ ঝটিকা মিছিল চালায়। শুক্রবারে (৩১ অক্টোবর) করা এই ঝটিকা মিছিলের অপরাধে আওয়ামীলীগের ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (১ নভেম্বর) গ্রেফতারকৃত ১৩ জনকে দুপুরে আদালতে দাঁড় করানো হয় পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় শুক্রবার খাদঘরে ঝটিকা মিছিল শেষে ওইদিন রাতে দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে দেবিদ্বার থানা পুলিশ।
এই ১৩ জন গ্রেফতারকৃতরা হলো, সুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন সরকার (৩৮), আওয়ামীলীগের সক্রিয় সদস্য হরমুজ মুহুরী (৫০), যুবলীগের সদস্য মোঃ জালাল (২৮), আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোশারফ হোসেন (৫৪), সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য গোলাম কিবরিয়া (২২), যুবলীগের সক্রিয় সদস্য মোঃ সুজন (২৬), আওয়ামীলীগের সক্রিয় কর্মী জামাল হোসেন (৪৭), আওয়ামীলীগের সক্রিয় কর্মী আবুল কালাম ভোলা (৪০), যুবলীগের সক্রিয় কর্মী মোঃ রেজাউল করিম (২৭)-সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের সঙ্গে যুক্ত, পৌর যুবলীগের সহ-সভাপতি আল আমিন (৪২), ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ সৃজান (১৮), ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ সফিকুল ইসলাম (২৩) এবং ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন (৪৪)।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস গণমাধ্যমকে জানান যে, নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৬ জন আওয়ামী নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের করা হলে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, এই গ্রেফতারকৃতদের মধ্যে সাত জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যাচেষ্টা মামলার আসামি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।