বিশ্বকাপের ফাইনাল আজ, কার হাতে উঠবে এবারের শিরোপা?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা লড়াই আজ রোববার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এটি ভারতের তৃতীয় ফাইনাল হলেও এখনো তাদের হাতে ওঠেনি কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নারী দল প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছে। ফলে দুই দলের সামনেই আজ সমান সুযোগ, প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার।
২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে ও ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে হার ভারতের দুইবারের ফাইনাল ব্যর্থতার স্মৃতি হয়ে আছে। তবে এবারের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত প্রতিশোধের স্বাদ পেয়েছে। সেই দলের অভিজ্ঞ সদস্য স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মা আবারও ভারতের আশার প্রতীক। অপরদিকে, টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাও শিরোপা দৌড়ে নিজেদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণ করেছে। দুই অধিনায়ক হারমানপ্রীত কৌর ও লরা উল্ভার্ট জানিয়েছেন, তারা অতীত ব্যর্থতা ভুলে নতুনভাবে ফাইনালে নামছেন।
ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ এবার যথেষ্ট শক্তিশালী। স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেজ ও হারমানপ্রীতের ধারাবাহিক পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন দে ক্লার্কের দুর্দান্ত ফর্ম ভারতীয় বোলারদের জন্য চ্যালেঞ্জ হতে পারে।
ম্যাচ ঘিরে টিকিটের জন্য ভারতে চলছে তুমুল প্রতিযোগিতা। পিটিআই জানিয়েছে, ডিওয়াই পাতিল স্টেডিয়ামের বাইরে শনিবার থেকেই লম্বা সারি দেখা গেছে, কেউ কেউ ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই ‘সোল্ড আউট’ দেখিয়েছে বুকমাইশো। ভায়াগোগো ওয়েবসাইটে সীমিতসংখ্যক টিকিট পাওয়া গেলেও দাম বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ৩০ হাজার রুপি পর্যন্ত। স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে ফাইনাল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।