জামায়াতের আমীর হিসেবে পুনর্নির্বাচিত ডা. শফিকুর রহমান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্যদের) অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্ধারিত সময় শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশনের নিকট ফলাফল জমা দেয়। পরে যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পরবর্তী তিন বছরের জন্য (২০২৬-২০২৮) সংগঠনের আমীর হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকল বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি সাংগঠনিক বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে নিয়মিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমীর ও অন্যান্য নেতৃত্ব নির্বাচন করা হয়। রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচনই সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব নির্ধারণ করে। নির্বাচনের সময়সীমা শেষে ভোট গণনা, যাচাই ও চূড়ান্ত ফলাফল ঘোষণার মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ সম্পন্ন হয়।
প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল রুকন, দায়িত্বশীল ও কর্মীদের ধন্যবাদ জানান এবং বলেন, “সংগঠনের নির্বাচন গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিফলন ঘটায়।” তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে সংগঠন তার নীতি, আদর্শ ও কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।