বিএনপি ক্ষমতায় এলে বিদ্যুৎ খাতের ‘ইনডেমনিটি আইন’ বাতিল করবে: রিজভী
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ খাতের ‘ইনডেমনিটি আইন’ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত হয়েছিল, লুণ্ঠনকে বৈধতা দিতে। তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে এই আইন বিলুপ্ত করা হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ক্যাব যুব সংসদ’-এর আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর মানবসভ্যতা রক্ষার জন্য অপরিহার্য। শুধু বক্তব্যে নয়, কার্যকর পদক্ষেপে সেটা প্রমাণ করতে হবে। অথচ বর্তমান ফ্যাসিবাদী শাসনে জীবাশ্ম জ্বালানির নামে ব্যাপক লুটপাট হয়েছে। বিদ্যুৎ খাতের এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ না হওয়ার এটিই মূল কারণ।”
বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ইশতেহার এখনো প্রকাশ হয়নি, তবে ৩১ দফায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার, ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার জলভূমির নাব্যতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
নবায়নযোগ্য জ্বালানির উপাদান নিয়ে রিজভী বলেন, “সূর্য ও বায়ুর পাশাপাশি আমাদের আরও বিকল্প খুঁজতে হবে। যেমন ব্রাজিলে আখ থেকে জ্বালানি তৈরি হয়, আমরা চাইলে অনুরূপ উদ্ভাবন করতে পারি।”
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “পরিবেশ ও জ্বালানি ব্যবস্থাপনা আমাদের অর্থনৈতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিনিয়োগ বাড়াতে হবে এবং পূর্ববর্তী চুক্তিগুলোর বাস্তবায়ন পরিকল্পনা স্পষ্ট করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।