রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে জাগপা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজনৈতিক দল হিসেবে পুনরায় নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় রোববার (২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর রয়েছে। ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভের মাধ্যমে জাগপা প্রথমবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়। তবে এক যুগ পর, ২০২১ সালের ২৮ জানুয়ারি ইসি দলের নিবন্ধন বাতিল করে। পরবর্তীতে এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জাগপা হাইকোর্টে রিট দায়ের করে। আদালত চলতি বছরের ১৯ মার্চ দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ইসি পুনরায় জাগপার নিবন্ধন বহাল করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান নিবন্ধন ফিরে পাওয়াকে ‘সত্যের বিজয়’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, কিন্তু রাজনীতি বন্ধ করতে পারেনি। ধৈর্যের সঙ্গে আমরা দেশের পক্ষে রাজনীতি করেছি, আজ সত্যের বিজয় হয়েছে।” তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও লড়াকু কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আন্দোলনে সহযাত্রী রাজনৈতিক দল ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করে বলেন, “নিবন্ধন বাতিলের পেছনে প্রকৃত কারণ ছিল জাগপার ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থান।” তাঁর দাবি, “ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’–এর পরিকল্পনায় এবং তৎকালীন সরকারের নির্দেশে দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল।” তিনি আরও বলেন, “দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ।”
দলটির নিবন্ধন পুনর্বহালের মাধ্যমে জাগপা এখন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ সুযোগ ফিরে পেল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।