সুদানে চলমান নারকীয় গণহত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সুদানে চলমান নারকীয় গণহত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সুদানে চলমান গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রবিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় শিক্ষার্থীরা “ওয়ান, টু, থ্রি, ফোর, গণহত্যা নো মোর”, “গণহত্যা বন্ধ করো, সুদানকে মুক্ত করো”, “সুদানে গণহত্যা চলে, জাতিসংঘ কি করে”, বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ ব্যাচের শিক্ষার্থী অনিক দাস বলেন, “মধ্যপ্রাচ্যভিত্তিক একদল সন্ত্রাসী গোষ্ঠী সুদানের নিরীহ গরিব মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে। সারাবিশ্বের মজলুম সবাই এক হয়ে এই ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদের গদিতে আগুন জ্বালিয়ে দাও। আজকে সুদানের আমার ভাইয়েরা না খেয়ে মারা যাচ্ছে, গাড়িতে চাপা দিয়ে তাদের হত্যা করা হচ্ছে, বন্দুকের গুলিতে তাদের শেষ নিশ্বাস যাচ্ছে। আমরা এমন পৃথিবী চাই না, আমরা চাই এমন পৃথিবী যেখানে সবার সমান অধিকার থাকবে।”

২০২২-২৩ ব্যাচের শিক্ষার্থী সাকিব বলেন, “কাশ্মীর থেকে উইঘুর, ফিলিস্তিন থেকে মায়ানমার, পরিশেষে সুদান। এদের যে গণহত্যা শুরু হয়েছে, এই নারকীয় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই গণহত্যার ব্যাপারে বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলো শুধু বিবৃতি দিচ্ছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।”

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ