‘সাহাবুদ্দিনের আদেশ হবে জুলাই গণঅভ্যুত্থানের কফিনে শেষ পেরেক’:নাহিদ ইসলাম
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের প্রতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে বলেন,যদি রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কার্যালয় থেকে এ আদেশ জারি হয়,তবে তা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কফিনে শেষ পেরেক হিসেবে বিবেচিত হবে। রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন,“জুলাই সনদ বাস্তবায়নের আদেশ রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি হলে এর কোনো রাজনৈতিক বা আইনি বৈধতা থাকবে না। বরং তা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।”তিনি জোর দিয়ে বলেন,“অবশ্যই! একমাত্র প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসকেই এ আদেশ জারি করতে হবে।”
তিনি আরও বলেন,রাষ্ট্রপতির পক্ষে এমন কোনো নির্দেশ জারির সাংবিধানিক ভিত্তি নেই। তাই রাজনৈতিক বৈধতা নিশ্চিত করতে এই দায়িত্ব অধ্যাপক ইউনূসেরই পালন করা উচিত। নাহিদ ইসলাম অভিযোগ করেন,গণভোটের সময়সূচি নিয়ে বিএনপি ও জামায়াতের অপ্রয়োজনীয় দ্বন্দ্ব রাজনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন,“জুলাই সনদে কী কী সংস্কার হবে,কী কী প্রস্তাবনা থাকবে এবং সেটির আইনি ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হবে এসব প্রশ্নই এখন মূল আলোচনার বিষয়। অধ্যাপক ইউনূস যদি সঠিকভাবে আদেশ জারি করেন,তবে গণভোট ইলেকশনের আগেই বা নির্বাচনের দিনও করা যেতে পারে।”
নাহিদ ইসলাম মনে করেন,রাজনৈতিক ঐকমত্য ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। তিনি সকল দলকে অহেতুক বিতর্ক পরিহার করে সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।