শেখ হাসিনা-রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলায় ৬৫ জনের সাক্ষ্য
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা তিন পৃথক দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ আরও ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে মামলাগুলোতে মোট ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আগামী ৯ নভেম্বর।
মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা ও তাঁদের পরিবারের সদস্যরা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রেদওয়ান মুজিব সিদ্দিক, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেন, যেখানে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এ তিন মামলায় মোট ৫৩ জন আসামির বিরুদ্ধে দুদক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
রোববার আদালতে পৃথক তিন মামলায় সাক্ষ্য দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি, মোটর ক্লিনার উজ্জ্বল হোসেন, গাজীপুরের কালিগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান, কর আইনজীবী হানিফ দিহিদার, কর অঞ্চল ১০-এর অফিস সহায়ক আবদুর রহিম এবং গুলশানের সাবেক সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলামসহ ১১ জন। আদালতের পেশকার বেলাল উদ্দিন সাক্ষ্যগ্রহণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করেন সংস্থাটির কর্মকর্তারা সালাহউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও এসএম রাশেদুল হাসান। অভিযোগপত্র অনুযায়ী, শেখ রেহানার বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৭ জন আসামি, আজমিনা সিদ্দিকের মামলায় ১৮ জন এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের মামলায় ১৮ জন আসামি রয়েছেন।
তিন মামলার আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, রাজউকের সাবেক সদস্য ও পরিচালক, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন। মামলাগুলোর তদন্ত শেষে গত ১০ মার্চ দুদক কর্তৃপক্ষ আদালতে পৃথক চার্জশিট দাখিল করে।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তিন মামলার বিচার শুরু করে। আদালতের নির্দেশনা অনুযায়ী, সাক্ষ্যগ্রহণ পর্যায়ক্রমে চলবে এবং পরবর্তী তারিখে সাক্ষীদের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।