নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়:ডা.আব্দুল্লাহ তাহের

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়:ডা.আব্দুল্লাহ তাহের
ছবির ক্যাপশান, নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়:ডা.আব্দুল্লাহ তাহের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

‘জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টের মাধ্যমে দলটির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা স্পষ্ট হয়েছে’-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মো.তাহের। রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে দলটির আয়োজিত ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ডা.তাহের বলেন,বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে,তা থেকেই বোঝা যায় দলটির মধ্যে স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। তিনি অভিযোগ করেন,“বিএনপি ভেতরে ভেতরে আবার স্বৈরাচার হওয়ার খায়েস পোষণ করছে। আমরা যে স্বৈরাচারের পথ বন্ধ করতে চাচ্ছিলাম,তারা সেই পথেই হাঁটছে।”

তিনি আরও বলেন,“বিএনপি আজ কী নিয়ে লড়ছে,তা স্পষ্ট নয়। মাসের পর মাস আমরা ৩১টি দল মিলে সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছিলাম। বিএনপিও সেই ঐক্যের অংশ ছিল। তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে স্বেচ্ছায়,জোর করে নয়। স্বাক্ষরের সময় তাদের কারও চেহারা মলিন ছিল না,বরং আনন্দঘন পরিবেশেই তারা এতে অংশ নেয়। কিন্তু হঠাৎ করেই তারা এখন ভিন্ন বক্তব্য দিচ্ছে,যেন রাতারাতি কোনো স্বপ্ন দেখে অবস্থান পাল্টে ফেলেছে।”

সংস্কারের গুরুত্ব তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন,“সংস্কার বাংলাদেশের ডেভেলপমেন্ট ডেমোক্রেসির জন্য অপরিহার্য। সংস্কার প্রশ্নে আমরা কোনো আপস করব না।”

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে ডা.তাহের বলেন,“আপনাদের কাজ কোনো দলকে খুশি করা নয়,জাতিকে খুশি করা। কারও চাপে মাথা নত করা চলবে না।”

সেমিনারে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি,গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কারমূলক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ