কোনো দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষঃ তুলসী গ্যাবার্ড
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি অনুসরণ করে আসছিল, তার অবসান ঘটাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অন্য দেশে চাপানো এবং নানা সংঘাতে অযাচিত হস্তক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের মিত্রের চেয়ে অধিক শত্রু তৈরি হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনে আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থার আয়োজিত ‘মানামা ডায়ালগ’ নিরাপত্তা সামিটে তুলসী গ্যাবার্ড এই মন্তব্য করেন। বার্তা সংস্থা এপি এই খবর নিশ্চিত করেছে।
গ্যাবার্ড মন্তব্য করেন, “দশক ধরে আমাদের বৈদেশিক নীতি- রিজিম চেইঞ্জ বা রাষ্ট্র গঠনের এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল। এটি ছিল একমাত্রিক ও একরূপ নীতি।“
এসময় তিনি আরো উল্লেখ করেন, শাসক পরিবর্তনের মাধ্যমে অন্য দেশে রাষ্ট্রীয় ব্যবস্থা চাপানো এবং বিভিন্ন সংঘাতে অযাচিত হস্তক্ষেপের ফলস্বরূপ মিত্রের তুলনায় শত্রুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলার ব্যয়, অগণিত প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে।
গণমাধ্যম এপি তাদের রিপোর্টে উল্লেখ করে যে তুলসীর এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরকালের বক্তব্যের পুনরাবৃত্তি। ট্রাম্প তার প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চুক্তি সম্পন্ন করেন এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে গ্রহণ করেছেন।
সামিটে তুলসী গ্যাবার্ড উল্লেখ করেন, তিনি মনে করেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের এই নতুন নীতি এখনও চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, “সামনের পথ সহজ বা সরল হবে না, তবে ট্রাম্প এই পথে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।“
তবে ট্রাম্প প্রশাসনের দক্ষিণ আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন, মাদকবহনের অভিযোগে জাহাজে হামলা এবং ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর বিষয়ে গ্যাবার্ড কোনো মন্তব্য করেননি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।