নেত্রকোনা পৌরসভায় ৮ পদে জনবল নিয়োগ

নেত্রকোনা পৌরসভায় ৮ পদে জনবল নিয়োগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নেত্রকোনা পৌরসভা অফিসে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের অনুমোদনক্রমে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। নেত্রকোনা পৌরসভা নিম্নে বর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করছে।

    🔹 প্রতিষ্ঠানের নাম:
নেত্রকোনা পৌরসভা কার্যালয়
    পদের নাম ও সংখ্যা
১. সার্ভেয়ার – ১টি পদ
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
২. বিল ক্লার্ক – ১টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৩. সহকারী কর আদায়কারী – ১টি পদ
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
৪. নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক – ১টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৫. নকশাকার – ১টি পদ
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
৬. পাইপ লাইন মেকানিক – ১টি পদ
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা
৭. অফিস সহায়ক – ১টি পদ
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
৮. প্রহরী (পাম্পের জন্য) – ১টি পদ
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

    শর্তাবলী:
০১। সাদা কাগজে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখপূর্বক প্রশাসক, নেত্রকোনা পৌরসভা বরাবর আবেদনপত্র আগামী ২৫/১১/২০১৫ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে অত্র কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
০২। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের ছায়ালিপি, নাগরিক সনদপত্র (প্রশাসক, পৌরসভা/চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।
০৩। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
০৪। বিধি মোতাবেক সরকারি সকল কোটা সংরক্ষণ করা হবে।
০৫। প্রশাসক, নেত্রকোনা পৌরসভার অনুকূলে ১ ও ৫ নং পদের জন্য ৪০০ (চারশত) টাকা এবং ২, ৩, ৪, ৬, ৭ ও ৮ নং পদের জন্য ৩০০ (তিনশত) টাকা পে-অর্ডার/পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
০৬। পৌরসভা কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯২ এর সকল শর্তাবলী নিয়োগ ও চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
০৭। প্রার্থীর বয়স ২৫/১১/২০১৫ ইং তারিখে ১৮ হতে ৩২ বছর হতে হবে।
০৮। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৯। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
১০। কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১১। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০১৫ ইং
 বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন https://netrakonapourashava.com/

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ