আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পঃ নিহত ৭, আহত ১৫০ জন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আফগানিস্তানের উত্তর অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে, আজ ভোরে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ৭ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন।
আজ সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে কম্পন শুরু হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পটি হিন্দুকুশ অঞ্চলের খোলম এলাকায় আঘাত হানে।
প্রাথমিকভাবে এর গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও, পরবর্তীতে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) নির্ধারণ করা হয়।
প্রায় ৫ লক্ষ ২৩ হাজার জনসংখ্যার শহর মাজার-ই-শরিফের কাছেই ছিল এর উপকেন্দ্র। রাজধানী কাবুলে অবস্থানরত এএফপি-র সংবাদদাতারাও ভূমিকম্প অনুভব করেছেন বলে জানান তারা।
সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা রয়টার্সকে বলেন, “সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত ও ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সবাইকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।“
বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, এই ভূমিকম্পের ফলে মাজার-ই-শরিফের ঐতিহাসিক ও পবিত্র মাজার (ব্লু মসজিদ)-এর একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধার প্রচেষ্টার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। এমন ই একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকটি মরদেহ টেনে বের করছে।
উল্লেখ্য, এর প্রায় দু'মাস আগে দেশটির পূর্বাঞ্চলে সংঘটিত আরেকটি ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল, যা দেশের সামগ্রিক মানবিক পরিস্থিতিকে কঠিন করে তুলেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।