মেহজাবীন-আদনানের গায়ে হলুদ: ছবি তোলায় কড়াকড়ি
আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ নির্দেশনা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার অদূরে একটি রিসোর্টে লাক্স তারকা অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের গায়ে হলুদ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত চলবে। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর আনুষ্ঠানিকভাবে বিয়ের পথে এগোচ্ছেন এই জুটি।
অনুষ্ঠান আয়োজনের জন্য কয়েক দিন ধরে রিসোর্টে চলছিল প্রস্তুতি। বেলা ১১টার পর থেকে মেহজাবীন ও আদনানের পরিবার-পরিজন এবং বিনোদন জগতের নিকটাত্মীয়রা সেখানে উপস্থিত হন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ছবি তোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের ব্যক্তিগত ফোনে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। মাইকে বারবার এই নির্দেশনা দেওয়া হয়। অতিথিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহজাবীন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের ছবি প্রকাশ করবেন। এরপরই কেবল আমন্ত্রিতরা তাদের তোলা ছবি শেয়ার করতে পারবেন।
গায়ে হলুদ অনুষ্ঠানে মেহজাবীন লেহেঙ্গা এবং আদনান পাঞ্জাবি-পায়জামা পরিধান করেন। অনুষ্ঠানে মোট আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন। আগামীকাল সোমবার একই স্থানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
মেহজাবীন ও আদনানের এই বিয়েকে কেন্দ্রে বিনোদন অঙ্গনে চলছে উৎসাহ ও কৌতূহল। অনুষ্ঠানের ছবি ও ভিডিও শেয়ার করার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই জুটির বিয়ের খবর।