নিউইয়র্ক মেয়র নির্বাচনের ভোট আজ, আলোচনায় জোহরান মামদানি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার (৪ নভেম্বর) শুরু হচ্ছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ইতোমধ্যে আগাম ভোট শুরু হয়েছে, যেখানে রেকর্ড ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো স্থানীয় নির্বাচনে এটি সর্বোচ্চ অংশগ্রহণ।
প্রশাসনিকভাবে ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডে বিভক্ত নিউইয়র্ক সিটি একক জনপ্রিয় ভোটে তাদের মেয়র নির্বাচন করে।
এই নির্বাচনকে সামনে রেখে গতকাল পর্যন্ত পরিচালিত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন।
এমারসন কলেজ, পিআইএক্স ১১ এবং দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে, মামদানি ৫০ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ২৫ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ২১ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো অপরাধ দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে মধ্যপন্থি ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া মূলত আইনশৃঙ্খলা ইস্যুতে প্রচারণা চালালেও, ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট-ঘেঁষা এই শহরে তার সম্ভাবনা সীমিত বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে নিউইয়র্কে চালু হয়েছে ‘র্যাঙ্কড চয়েস ভোটিং’ ব্যবস্থা। এই পদ্ধতিতে ভোটাররা সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে পছন্দক্রমে র্যাঙ্ক দিতে পারেন। কোনো প্রার্থী সরাসরি ৫০ শতাংশের বেশি ভোট না পেলে, দ্বিতীয় পছন্দ অনুযায়ী ধাপে ধাপে পুনর্গণনা করা হয়। সর্বশেষ জরিপে মামদানি পাঁচ পয়েন্টে এগিয়ে থাকলেও, স্বতন্ত্র প্রার্থী কুয়োমোর উপস্থিতি ফলাফলকে কিছুটা অনিশ্চিত করে তুলেছে।
বিশেষজ্ঞদের মতে, যদি তরুণ ও অভিবাসী ভোটারদের উপস্থিতি বেশি হয়, তবে নিউইয়র্ক সিটির রাজনীতিতে আজ একটি প্রগতিশীল যুগের সূচনা হতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।