ছাত্রদলের আয়োজনে জবিতে কুইজ প্রতিযোগিতা

ছাত্রদলের আয়োজনে জবিতে কুইজ প্রতিযোগিতা
ছবির ক্যাপশান, ছাত্রদলের আয়োজনে জবিতে কুইজ প্রতিযোগিতা
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জবি শাখা ছাত্রদল। মঙ্গলবার (৪ নভেম্বর) সংগঠনটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জানা গেছে, ছাত্রদলের আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রতিদিন একটি করে প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদেরকে ১০ মিনিট করে সময় দেওয়া হবে। এর মধ্যে সঠিক উত্তরদাতা ১২ জন শিক্ষার্থী পুরস্কৃত হবে। আগামী ১ মাস যাবত নিয়মিত এই কুইজ প্রতিযোগিতা চালু থাকবে। 

কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী ও জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মো. শাহরিয়ার হোসেন, নাহিয়ান বিন অনিক সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী টুটুল কুন্ডু বলেন, ক্যাম্পাসে আসার পর আমি ছাত্রদলের অনেকগুলো প্রোগ্রাম পেয়েছি। তবে আজকে কুইজ প্রতিযোগিতাটি আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি। আমি আশা রাখবো ছাত্রদল সামনেও এসব আয়োজন অব্যাহত রাখবে। 

এসময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জবি ৫ আগষ্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে গেছে। তারা সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং সামনেও থাকবে। শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। এসব কর্মসূচিতে সকল শিক্ষার্থীকে অংশ গ্রহণের আহ্বান। 

জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন, জবির সাবেক শিক্ষার্থী হিসেবে বলছি, আমাদের এখানে একটি ভালো মাঠ নাই, খেলাধূলারও পর্যাপ্ত ব্যবস্থা নাই। কিন্তু এর মধ্য থেকেই নিজেদের ভালো রাখার জন্য এসব আয়োজন করতে হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ