শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গবেষণা প্রকল্পে জনবল নিয়োগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগে পরিচালিত “Higher Education Acceleration and Transformation (HEAT)” প্রকল্পের আওতায় নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, Inducing High Grade Agarwood Formation in Aquilaria malaccensis: A Comprehensive Assessment of Physical, Chemical and Biological Treatment’s Efficacy (PIN 13432) শীর্ষক প্রকল্পে মোট চারটি পদে নিয়োগ দেওয়া হবে।
পদসমূহ ও যোগ্যতা
১. পিএইচডি গবেষক-১ জন
মেয়াদ: ৩ বছর
মাসিক সম্মানী: ৪০,০০০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (অনার্স) ইন ফরেস্ট্রি ও এমএসসি ইন ফরেস্ট্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে ল্যাব ও বাংলাদেশের রিমোট এলাকায় অবস্থিত আগর বাগানে কাজ করতে আগ্রহী হতে হবে।
২. এমএসসি থিসিস গবেষক – ৪ জন
মেয়াদ: ২ বছর
মাসিক সম্মানী: ২০,০০০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (অনার্স) ইন ফরেস্ট্রি ডিগ্রিধারী হতে হবে এবং প্রার্থীকে ল্যাব ও বাংলাদেশের রিমোট এলাকায় অবস্থিত আগর বাগানে কাজ করতে আগ্রহী হতে হবে।
৩. ম্যানেজার কাম গবেষণা সহযোগী – ১ জন
মেয়াদ: ৩ বছর
মাসিক সম্মানী: ৩০,০০০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং HPLC, GC, FTIR সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
৪. অ্যাকাউন্টেন্ট – ১ জন
মেয়াদ: খণ্ডকালীন (পার্ট-টাইম)
মাসিক সম্মানী: ৮,০০০ টাকা
যোগ্যতা: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি), আবেদনপত্র ও প্রাসঙ্গিক সনদপত্রসহ ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন : http://romel-fes@sust.edu
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।