চাকসুর প্রথম নির্বাহী সভায় শিক্ষার্থীদের সমস্যা সমাধানে রূপরেখা নিয়ে সংবাদ সম্মেলন
- Author, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ৭ম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভা ৩ নভেম্বর, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের নানামুখী সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
সভার বিস্তারিত জানাতে আজ বিকাল ৪ টায় চাকসু ভবনে চাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েসংবাদ সম্মেলন করেন চাকসু নবনির্বাচিত সহ-সভাপতি ইব্রাহিম রনি।
চাকসুর নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম রনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,“আমাদের ৭ম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভা ৩ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সভায় আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আবাসন সংকট নিরসনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুরাতন অব্যবহৃত অবকাঠামো সংস্কার করে দ্রুত এলোটমেন্টের ব্যবস্থা গ্রহণ, ১০ তলা বিশিষ্ট দুটি হল নির্মাণ এবং অন্যান্য আবাসন সমস্যা সমাধানের জন্য ৬৯০ কোটি টাকার ডিপিপি (Development Project Proposal) ইতিমধ্যে পাস হয়েছে। প্রকল্পটি বর্তমানে ইসিএনইসিতে (ECNEC) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ কামাল উদ্দিন তদারকি করছেন।
আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংস্কার কাজ তদারকি, হলগুলোতে সীট সংখ্যা বৃদ্ধি, এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন কটেজ ও বাসাগুলোর নিয়মিত মনিটরিংয়ের জন্য ছাত্র প্রতিনিধিদের নিয়ে পৃথক কমিটি গঠন করা হবে। অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-কে শীঘ্রই চিঠি দেওয়া হবে।
যাতায়াত ব্যবস্থার উন্নয়নে শহরগামী বাস সার্ভিস চালু করা হবে, ১ নং গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চক্রাকারে বাস চলাচল, এবং শিক্ষক-কর্মকর্তাদের বাসে শিক্ষার্থীদের যাতায়াতের অনুমতি প্রদানের প্রস্তাব গৃহীত হয়েছে। শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বগির ব্যবস্থা নেওয়া হবে।
লাইব্রেরি এলাকায় ওপেন জোন আগামী কয়েক মাসের মধ্যে চালু হবে। এছাড়া, স্বাস্থ্য খাতের উন্নয়নে মেডিকেল সেন্টারে চিকিৎসক সংখ্যা বৃদ্ধি, বিশেষ করে গাইনোকোলজিস্ট নিয়োগ, এবং জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স সংক্রান্ত হটলাইন নম্বর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রয়কৃত নতুন অ্যাম্বুলেন্স দ্রুত সচল করার পদক্ষেপও নেওয়া হবে।
গবেষণা ও প্রযুক্তি খাতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাঙ্কিং উন্নয়নের জন্য বিস্তারিত পর্যালোচনা ও দ্রুত উদ্যোগ গ্রহণ করব। ফ্যাকাল্টিভিত্তিক পদক্ষেপ গ্রহণ করে গবেষণা সংস্কৃতি গড়ে তোলা হবে এবং ইনোভেশন হাবের কার্যক্রম সুষ্ঠুভাবে মনিটর করা হবে। মাস্টার্সের থিসিসের জন্য ১০,০০০ টাকার প্রণোদনা আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। পিএইচডি ও এমফিল পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ভাতা চূড়ান্ত করার জন্যও পদক্ষেপ নেওয়া হবে।
প্রযুক্তি খাতে একাডেমিক ই-মেইলের স্টোরেজ সীমা ৫ গিগাবাইট থেকে বাড়িয়ে ১৫ গিগাবাইট করা হবে, প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের ই-মেইল প্রদান করা হবে এবং আন্তর্জাতিক জার্নালে অ্যাক্সেসের ব্যবস্থা নিশ্চিত করা হবে। ওয়াই-ফাই সেবার মানোন্নয়ন, অনলাইন ব্যাংকিং ও রেজাল্ট প্রকাশে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হবে।
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের উন্নয়নে ফ্যাকাল্টি অডিটোরিয়ামগুলো সহজলভ্য করা, মুক্তমঞ্চ সংস্কার ও আধুনিকায়ন এবং মোজাম্মেল অডিটোরিয়াম সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলাধুলার ক্ষেত্রে অতীশ দীপংকর হল ও শহীদ ফরহাদ হলে নতুন খেলার মাঠ তৈরি এবং দুটি সেন্ট্রাল সুইমিং পুল নির্মাণ করা হবে। মেয়েদের জন্য হল সংলগ্ন খেলার মাঠ তৈরির ব্যবস্থা নেওয়া হবে।
পোষ্যকোটা শূন্যের কোটায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে। এছাড়া, এসএসসি ২০২১ ও এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সুযোগ প্রদান এবং চলতি বছর এইচএসসি ফলাফল বিবেচনায় ভর্তি পরীক্ষায় জিপিএ শর্ত শিথিল করার প্রস্তাব রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা শপথ নেওয়ার ২০ দিন পার হয়ে গেছে, তবুও চাকসু অফিসে বসার সুযোগ পাচ্ছি না। শিক্ষার্থীরা তাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারছে না। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকেই চাকসু ভবন প্রস্তুত থাকা উচিত ছিল। তবে আমরা সব সমস্যার দ্রুত সমাধানের জন্য কাজ চালিয়ে যাচ্ছি।”
নবগঠিত চাকসু প্রশাসন সকল দাবির প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন এবং এগুলো বাস্তবায়নের পূর্ণ আশ্বাস দেন তিনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।