জবিতে 'শহিদ সাজিদ স্মৃতি স্পোর্টস কার্নিভাল' অনুষ্ঠিত

জবিতে 'শহিদ সাজিদ স্মৃতি স্পোর্টস কার্নিভাল' অনুষ্ঠিত
ছবির ক্যাপশান, জবিতে 'শহিদ সাজিদ স্মৃতি স্পোর্টস কার্নিভাল' অনুষ্ঠিত
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো 'শহিদ সাজিদ স্মৃতি স্পোর্টস কার্নিভাল' আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো 'শহিদ সাজিদ স্মৃতি স্পোর্টস কার্নিভাল' আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ কার্নিভালের আয়োজন করা হয়।

জানা যায়, সকাল থেকেই সাপলুডু, ট্রেজার হান্ট ও আর্মস রেসলিং ক্রমানুসারে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন বিভাগের প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। খেলা শেষেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। 

আর্মস রেসলিংয়ে প্রথম হওয়া মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ বলেন, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম প্রোগ্রাম হচ্ছে, তাই অংশগ্রহণ করলাম। আমার কাছে ভালো লাগছে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। আমার চাওয়া থাকবে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠন যেন সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখে।

শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ বলেন, আমাদের এই স্পোর্টস কার্নিভালটি মোট ৭ টি সেগমেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাপলুডু, ট্রেজার হান্ট ও আর্মস রেসলিং আজকে অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল আরও ৪টি খেলা।অনুষ্ঠিত হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ