জবি শিক্ষার্থীদের বাসে ফার্স্ট এইড বক্স বিতরণ করলো শিবির

জবি শিক্ষার্থীদের বাসে ফার্স্ট এইড বক্স বিতরণ করলো শিবির
ছবির ক্যাপশান, জবি শিক্ষার্থীদের বাসে ফার্স্ট এইড বক্স বিতরণ করলো শিবির
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন রুটে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ফার্স্ট এইড বক্স বিতরণ করেছে জবি শাখা ছাত্রশিবির।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১১টি বাসে এসব প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করেন শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

নিয়মিত বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতকারী শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন,“আমরা যারা প্রতিদিন বাসে আসা-যাওয়া করি, আমাদের জন্য এই প্রাথমিক চিকিৎসা সরঞ্জামগুলো খুবই প্রয়োজনীয়। অনেক সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে বা কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে না। এখন এসব সরঞ্জাম থাকলে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। জবি শিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য প্রশংসনীয়।”

অন্য এক শিক্ষার্থী নাবিদুল ইসলাম বলেন,“আমাদের বাসগুলোতে এই প্রাথমিক সেবা সামগ্রী অনেক আগেই থাকা উচিত ছিল। কিছুদিন আগে আমাদের এক সহপাঠী বাসে দুর্ঘটনায় আহত হয়েছিলেন, কিন্তু তখন চিকিৎসা দেওয়ার মতো কিছুই ছিল না। এখন ফার্স্ট এইড বক্স থাকায় এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা পাওয়া যাবে বলে আশা করছি।”

এ বিষয়ে জবি শিবিরের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,“বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। খোঁজ নিয়ে দেখি, কোথাও প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা জবি শিবিরের পক্ষ থেকে প্রতিটি বাসে ফার্স্ট এইড বক্স উপহার দিয়েছি। আমরা বিশ্বাস করি, এতে শিক্ষার্থীরা দূর-দূরান্তে যাত্রার সময় উপকৃত হবেন। শিক্ষার্থীদের কল্যাণেই আমাদের সব প্রচেষ্টা।”

উল্লেখ্য, এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স প্রদান ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ