জবি ছাত্রীসংস্থার উদ্যোগে হলজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের প্রশংসা
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। হল প্রশাসনের ঘোষণার পরিপ্রেক্ষিতে ছাত্রীসংস্থা নিজেদের উদ্যোগে হলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে, যা শিক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছে।
পদার্থবিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের (১৯-২০ সেশন) শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা ইমু নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলের গ্রুপে এক পোস্টে লিখেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা কর্তৃক আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অবশ্যই প্রশংসার দাবিদার। ৫ আগস্টের পর থেকে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প, মেহেদী উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা ইত্যাদি আয়োজন করে আসছে। শুনেছি, সামনে তারা আরও কিছু সামাজিক কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে। শুধুমাত্র প্রচারণা নয়, মানুষের কল্যাণে কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আশা করি, তারা তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং সাধারণ ছাত্রীদের কল্যাণে সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।”
জানা গেছে, আজ ৪ নভেম্বর (মঙ্গলবার) থেকে হলের ওয়াশরুম, কিচেন ও করিডর পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।