শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নতুন শিক্ষক নিয়োগ

শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নতুন শিক্ষক নিয়োগ
ছবির ক্যাপশান, শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নতুন শিক্ষক নিয়োগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা সেনানিবাসে অবস্থিত শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি এ বিষয়ে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের লিখিতভাবে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ ও স্কুল শাখায় মোট কয়েকটি পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের পদসমূহ, বেতন ও যোগ্যতা:

১. কলেজ শাখা


প্রভাষক (বাংলা) – ১ জন
বেতন স্কেল: ২২,০০০/- (২০১৫ সালের সরকারি বেতন কাঠামো অনুযায়ী)
যোগ্যতা: সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী। মহিলা ও পাবলিক পরীক্ষায় এ+ প্রাপ্ত, শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত (কলেজ) এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

২. কলেজ শাখা

প্রদর্শক (পদার্থবিজ্ঞান) – ১ জন
গার্হস্থ্য বিজ্ঞান – ১ জন
বেতন স্কেল: ১৬,০০০/-
যোগ্যতা: সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী। শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত, মহিলা ও শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

৩. স্কুল প্রভাতি শাখা (বাংলা মাধ্যম)

সহকারী শিক্ষক (গণিত) – ১ জন
সহকারী শিক্ষক (বাংলা) – ১ জন
সহকারী শিক্ষক (আইসিটি) – ১ জন
বেতন স্কেল: ১৬,০০০/-
যোগ্যতা: সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী। বিএড/এমএড, শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত, মহিলা ও শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

চাকরির শর্ত ও অন্যান্য সুযোগ-সুবিধা:

পুরুষ প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে। প্রতিষ্ঠানের নিয়মে উৎসাহ ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চাকরি স্থায়ী হলে ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা দেওয়া হবে।
প্রার্থীর দরখাস্ত, জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সত্যায়িত কপি এবং উল্লেখিত পদের জন্য ১,০০০/- (এক হাজার) টাকার অ-ফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আগামী ২৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অধ্যক্ষ, শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ-এর অনুকূলে প্রেরণ করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানানো হবে। খামের উপর স্পষ্টাক্ষরে পদের নাম, বিষয় ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ২৫ নভেম্বর ২০২৫।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://sagc.edu.bd/

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ