জার্মান নির্বাচনে প্রাথমিক ফলাফলে সিডিইউ এগিয়ে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জার্মানির সর্বশেষ নির্বাচনের প্রাথমিক ফলাফলে সংরক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ জোট ২৮.৫ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছে। অতি দক্ষিণপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) ২০.৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসের সঙ্গে এই ফলাফল মিলে গেছে।
চ্যান্সেলর ওলাফ শোলৎসের দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) এবার ব্যাপক ভোট হারিয়েছে। প্রায় ৯ শতাংশ ভোট কমে এসপিডি পেয়েছে মাত্র ১৬.৪ শতাংশ ভোট। এই ফলাফলে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সিডিইউ নেতা ফ্রিডরিখ মের্জ ইতিমধ্যেই জানিয়েছেন, তারা এএফডির সঙ্গে কোনো ধরনের জোট সরকার গঠন করবে না। এই অবস্থায় দুটি সম্ভাব্য জোট গঠনের আলোচনা চলছে। প্রথমত, সিডিইউ এসপিডির সঙ্গে জোট গঠন করতে পারে। দ্বিতীয়ত, তারা গ্রিন পার্টিকেও জোটসঙ্গী হিসেবে বিবেচনা করতে পারে। তবে মের্জ স্পষ্ট করেছেন, জোট গঠন প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হতে পারে।
এএফডি নেতারা দাবি করেছেন, ভোটাররা তাদের বিরুদ্ধে গড়ে তোলা 'ফায়ার ওয়াল' ভেঙে দিয়েছেন। পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তারা তাদের ভূমিকা পালন করবে বলে জানিয়েছে।
নতুন চ্যান্সেলর হিসেবে সিডিইউ নেতা ফ্রিডরিখ মের্জের নাম উঠে এসেছে। তিনি ইতিমধ্যেই ইউরোপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের প্রভাবমুক্ত করে একটি শক্তিশালী ও সার্বভৌম ইউরোপীয় ব্লক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মের্জকে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনে ব্যক্তিগত পর্যায়েও সিডিইউ নেতা ফ্রিডরিখ মের্জ তার কেন্দ্রে ৪৭.৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এএফডি প্রার্থী ডার্ক ওয়াইজ ২১.৪ শতাংশ ভোট পেয়েছেন। চ্যান্সেলর ওলাফ শোলৎস তার কেন্দ্রে ২১.৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তবে গ্রিন পার্টির নেতা আনালেনা বেয়ারবক এবং ওয়াইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক তাদের কেন্দ্রে পরাজিত হয়েছেন।
এই নির্বাচনে জার্মানির রাজনৈতিক ভূগোল বদলে গেছে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে জোট সরকার গঠন এবং নতুন নীতিনির্ধারণ প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে এখন জার্মান রাজনীতি পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।