চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৫ পদে জনবল নিয়োগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের তালিকা ও যোগ্যতা
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৮টি পদ।
২. সার্টিফিকেট সহকারী – ২টি পদ।
৩. সার্টিফিকেট পেশকার – ২টি পদ।
৪. নাজির কাম-ক্যাশিয়ার – ২টি পদ।
৫. ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী – ৯টি পদ।
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
৬. ট্রেসার – ২টি পদ।
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্যূন ৬ (ছয়) মাসের সার্টিফিকেট কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে।
(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
বয়সসীমা: ১৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটে।
আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন শুরু ও শেষ: ১৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে ৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত নির্দেশনা জানতে ক্লিক করুন: http://dcchandpur.teletalk.com.bd/
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।