চবিতে ‘এনভায়রনমেন্টাল উইক ২০২৫’-এর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক কর্মশালা
- Author, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সোচ্চার করতে এবং টেকসই উন্নয়নে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বুধবার (৫ নভেম্বর ২০২৫) চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) আয়োজন করে সপ্তাহব্যাপী ‘এনভায়রনমেন্টাল উইক ২০২৫’-এর দ্বিতীয় পর্ব ‘এনভায়রনমেন্টাল ওয়ার্কশপ’। মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার সহ-আয়োজক হিসেবে ছিল বেসরকারি সংস্থা আমাল ফাউন্ডেশন।
কর্মশালায় মূলত এনার্জি সাসটেইনেবিলিটি, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট এবং থ্রি আর (Reduce, Reuse, Recycle) পলিসি বাস্তবায়ন,এই তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আমাল ফাউন্ডেশনের সহকারী পরিচালক সারাহ্ জাবীন ও সিনিয়র প্রজেক্ট অফিসার সামিরা মেহনাজ উপস্থিতদের উদ্দেশ্যে সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, স্কলারশিপ ও নারীদের জন্য নেওয়া উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন র্যানকন হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন, যিনি পরিবেশ সচেতনতা ও টেকসই বিকল্পের প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য রাখেন।
কর্মশালার প্রথম সেশন পরিচালনা করেন আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক ইসরাত করিম ইভ, দ্বিতীয় সেশন পরিচালনা করেন বিএসআরএম-এর হেড অব সিএসআর রুনি রহমান, এবং শেষ সেশন পরিচালনা করেন এইউডব্লিউ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অরল্যান্ডো টেইলর।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতামূলক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানের শেষাংশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. লায়লা খালেদা এবং সভাপতি কে. এম. সিফাত শাহরীণ স্বচ্ছ। বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. আল ফোরকান।
আয়োজনে সভাপতিত্ব করেন সিইউএসএস সভাপতি কে. এম. সিফাত শাহরীণ স্বচ্ছ, সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবিদুল মওলা খান, সহ-সভাপতি মো. ইকরামুল হক ইকরাম ও মো. রেজানুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক কাকন সাহা ও প্রতীক দত্ত, প্রকাশনা সম্পাদক অতনু সিংহ, তথ্য-প্রযুক্তি সম্পাদক রায়ান তানজিম।
দিনব্যাপী সঞ্চালনায় ছিলেন সহকারী যোগাযোগ সম্পাদক ইসরাত জাহান মেহেক, ইভেন্ট ব্যবস্থাপনা এক্সিকিউটিভ ইমতিয়াজ আজাদ, যোগাযোগ এক্সিকিউটিভ মোবাশ্বিরা আনিকা এবং সাধারণ সদস্য তামিম সরকার।
এই কর্মশালাটি ছিল সিইউএসএসের সপ্তাহব্যাপী ‘এনভায়রনমেন্টাল উইক ২০২৫’-এর দ্বিতীয় কর্মসূচি। এর আগে অনুষ্ঠিত হয়েছে “এনভায়রনমেন্টাল হ্যাকাথন”, এবং আগামিতে অনুষ্ঠিত হবে “ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।