রাবি শিবগঞ্জ উপজেলা সমিতির নেতৃত্বে রবিউল ও কাওসার

রাবি শিবগঞ্জ উপজেলা সমিতির নেতৃত্বে রবিউল ও কাওসার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল আওয়াল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. কাওসার।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে ২৩ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উপদেষ্টা পরিষদের শিক্ষকবৃন্দ, সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিফ সাফি (ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট), যুগ্ম-সাধারণ সম্পাদক অবন্তিকা বড়গড়িয়া (মাইক্রোবায়োলজি), সাংগঠনিক সম্পাদক-১ রানু আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান), সাংগঠনিক সম্পাদক-২ জায়েদ হাসান আয়ান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), কোষাধ্যক্ষ সোহেল রানা (দর্শন), বৃত্তি ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইমন হোসেন (চিকিৎসা মনোবিজ্ঞান) এবং নারী বিষয়ক সম্পাদক সিদ্দিকা তহুরা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)।

এছাড়া আপ্যায়ন সম্পাদক-১ মাহিন আল হাসান (উদ্ভিদ বিজ্ঞান), আপ্যায়ন সম্পাদক-২ মুনিরা আক্তার সুমা (ফিশারিজ), দপ্তর সম্পাদক-১ আসাদ রায়হান (মার্কেটিং), দপ্তর সম্পাদক-২ শাহাদাত হোসেন (সংস্কৃত), প্রচার সম্পাদক-১ সাখাওয়াত হোসেন (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান), প্রচার সম্পাদক-২ রায়হান আলী (গণিত), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হামিম আলী (আন্তর্জাতিক সম্পর্ক) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক উপসম্পাদক সারওয়ার জাহান (ফলিত গণিত)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসিদা ইসলাম বর্ণা (চিকিৎসা মনোবিজ্ঞান), তাজরিন খাতুন মিষ্টি (প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান), ওবায়দুল ইসলাম (দর্শন), রায়হান আলী (রসায়ন), মঈন আহমেদ (আরবি) ও আসাদুজ্জামান আসিফ (রসায়ন)।

এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. কামরুল আহসান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. সাইফুল ইসলাম, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ড. আহমেদ জহিরুল ইসলাম এবং ক্রপ সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আল-বাকি বরকতুল্লাহ।

কমিটি ঘোষণা শেষে সদ্য বিদায়ী সভাপতি নাইম আলী, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কর্মকার ও সমিতির সাধারণ সদস্যবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সফল মেয়াদকাল কামনা করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ