প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পদ বাতিলে জাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ ‘কণ্ঠ মুক্তির গান’

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পদ বাতিলে  জাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ ‘কণ্ঠ মুক্তির গান’
ছবির ক্যাপশান, প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পদ বাতিলে জাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ ‘কণ্ঠ মুক্তির গান’
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী গানে গানে মিছিল করেছে ।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘কণ্ঠ মুক্তির গান’ ব্যানারে শুরু হওয়া মিছিলটি নতুন কলা ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ সংগীত ও শরীরচর্চা সহকারী শিক্ষক পদ দুটি সংযোজনের পর ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর আপত্তির মুখে তা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে তারা “সাংস্কৃতিক সহাবস্থানের ওপর আঘাত” বলে অভিহিত করেন । মিছিলে অংশগ্রহণকারীরা  সাম্প্রতিক সময়ে লিঙ্গভিত্তিক নিপীড়ন, শ্রমিকদের ওপর হামলা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনাগুলোকেও নিন্দা জানান।

সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অদ্রিতা রায় বলেন,  'অন্তর্বর্তী সরকার বারবার মবের হামলা ও মৌলবাদী আচরণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে। সংবিধানিক অধিকার রক্ষার বদলে সরকার প্রতিক্রিয়াশীলদের উৎসাহ দিয়ে যাচ্ছে।'

প্রত্নতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দুর্বার আদি বলেন, "সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত, নাট্যোৎসব বন্ধ, মন্দিরে হামলা কিংবা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের উদ্যোগ–সবই আমাদের সাংস্কৃতিক সহাবস্থানের ওপর আঘাত। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল সংস্কৃতি। আজকের এই আক্রমণ সংস্কৃতির ওপর নয়, আমাদের অস্তিত্বের ওপর।”

তিনি আরও বলেন, আমরা আজ গান দিয়ে অন্যায়ের প্রতিবাদ জানিয়েছি এবং সুদানের ও ফিলিস্তিনের চলমান গণহত্যাসহ সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ