চট্টগ্রামে ছাত্রদলের উদ্যোগে “আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ” সেমিনার অনুষ্ঠিত
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রামে অবস্থিত ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী, সদস্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব ডাঃ শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সল মাহমুদ ফয়াজী, সাবেক বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য;
জনাব হুম্মাম কাদের চৌধুরী, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি;
এবং জনাব ইসরাফিল খসরু, সদস্য, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আবু হোরায়রা, সভাপতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও সহ-সভাপতি (পদমর্যাদা), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (কেন্দ্রীয় সংসদ)।
সেমিনারটি সঞ্চালনা করেন জনাব এম. রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু), সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও যুগ্ম সাধারণ সম্পাদক (পদমর্যাদা), জাতীয়তাবাদী ছাত্রদল (কেন্দ্রীয় সংসদ)।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।