শহরের মেডিকেল সেন্টার শিক্ষার্থীদের জন্য চালু করলেন চাকসুর নতুন স্বাস্থ্য সম্পাদক
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান দায়িত্ব গ্রহণের পরপরই শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন।
জানা যায়, চট্টগ্রাম শহরের মেহেদীবাগ এলাকায় “ইনফরমেশন অ্যান্ড মেডিকেল সেন্টার (টাউন)” নামে চবি মেডিকেল সেন্টারের একটি ইউনিট চালু রয়েছে। এই সেন্টারে শিক্ষার্থীরা প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরামর্শ (ফ্রি কনসালট্যান্সি) নিতে পারবেন। বর্তমানে সেখানে একজন চিকিৎসক, একজন মেডিকেল সহকারী এবং একজন অ্যাম্বুলেন্স চালক দায়িত্ব পালন করছেন।
প্রথমদিকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারটি চালু করা হলেও পরবর্তীতে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেবায় এটি সীমাবদ্ধ হয়ে পড়ে।
এ বিষয়ে আফনান হাসান ইমরান জানান,“বিগত কার্যনির্বাহী সভায় আমি বিষয়টি উত্থাপন করলে কেন্দ্রীয় সংসদের সভাপতি আমাকে নির্দেশনা দেন শিক্ষার্থীদের এই সেন্টার সম্পর্কে অবগত করতে। শিক্ষার্থীরা সেবা নিতে শুরু করলে এখানকার ঔষধ সরবরাহ নিশ্চিত করতে আমি দাবি তুলবো।”
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী অনাবাসিক, যাদের বেশিরভাগই চট্টগ্রাম শহরে অবস্থান করেন। ফলে এই মেডিকেল সেন্টারটি শিক্ষার্থীদের চিকিৎসা সেবা সহজলভ্য করবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।