চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত ‘সন্ত্রাসী’ বাবলা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় বাবলাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা গুলি করেছে তা তদন্ত করা হচ্ছে।”
এদিকে, বাবলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে তার সঙ্গে চবি সমন্বয়ক রাফি ও রাসেলের ছবি।
আপনার প্রতিক্রিয়া জানান
❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।