২০২৪ সালে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ৪.৮৬% প্রবৃদ্ধি

২০২৪ সালে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ৪.৮৬% প্রবৃদ্ধি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গত বছরের ওঠানামা সত্ত্বেও শেষ প্রান্তিকে উল্লেখযোগ্য রপ্তানির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের ১৮.৮৫ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে প্রতিযোগী দেশগুলোর মধ্যে চীন ২.৬১%, পাকিস্তান ১২.৪১% এবং কম্বোডিয়া ২০.৭৩% প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে, তুরস্কের রপ্তানি ৬.৬৪% হ্রাস পেয়ে ১০.০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

চীন ২০২৪ সালে ইইউতে ২৬.০৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় বেশি। ভিয়েতনাম ৪.২১% প্রবৃদ্ধি অর্জন করে ৪.৩০ বিলিয়ন ডলার রপ্তানি করেছে। পাকিস্তান ও কম্বোডিয়া যথাক্রমে ৩.৭৯ বিলিয়ন ও ৪.২২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এছাড়া ভারত ৪.৫২ বিলিয়ন ডলার রপ্তানি করে ১.৯৭% প্রবৃদ্ধি অর্জন করেছে।

বিশ্লেষকদের মতে, মূল্য সংযোজিত পোশাক উৎপাদন, শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা মান বজায় রাখা এবং নির্মাতা ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশের এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব উন্নয়ন ক্রেতাদের আস্থা বৃদ্ধি করেছে এবং রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, "২০২৪ সালের এই প্রবৃদ্ধি ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। ক্রেতাদের আস্থা ফিরে আসায় বাংলাদেশে সোর্সিং কার্যক্রম বাড়ছে, যা রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখবে। আমরা আশাবাদী, আগামী দিনগুলোতে আরও কাজের অর্ডার পাব, যা প্রবৃদ্ধির এই গতিকে ধরে রাখতে সাহায্য করবে।"

তিনি আরও যোগ করেন, "২০২৫ সালেও রপ্তানির এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।"

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাকের ক্রমবর্ধমান চাহিদা এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার সক্ষমতা দেশের তৈরি পোশাক খাতের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।


সম্পর্কিত নিউজ