যুক্তরাষ্ট্রে একদিনে বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনে দেশটির আকাশপথে নজিরবিহীন বিঘ্ন ঘটেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারসহ (এটিসি) অপরিহার্য কর্মীদের ওপর কাজের চাপ কমাতে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর জরুরি পদক্ষেপে শুক্রবার (৭ নভেম্বর) একদিনেই ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
বেতনবিহীন অবস্থায় অপরিহার্য সরকারি কর্মীদের চাপ কমানোর লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এফএএ-এর আদেশে যুক্তরাষ্ট্রের ৪০টি বৃহৎ বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা প্রাথমিকভাবে ৪ শতাংশ হ্রাস করা হয়েছে। এই অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত থাকলে আগামী সপ্তাহের শেষ নাগাদ এই কর্তন ১০ শতাংশে পৌঁছাতে পারে।
পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, রাজনৈতিক অচলাবস্থা (শাটডাউন) দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক চুক্তি মেনে নির্দিষ্ট রুট বজায় রাখার পরেও ফ্লাইট কর্তনের হার ২০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।
৩৮ দিন ধরে চলমান দীর্ঘ এই অচলাবস্থার কারণে বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা।
ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিক ড্যানিয়েলস মন্তব্য করেন, "আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু সরকার চালু করাই একমাত্র সমাধান, আমরা নিজের পকেটের টাকা ঢালতে পারি না।"
বেতন বকেয়া থাকায় কর্মীদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি এবং অসুস্থতার হার বাড়ার খবরও পাওয়া গেছে।
এদিকে, চলমান শাটডাউনের সমাপ্তি এখনো অনিশ্চিত। মার্কিন সিনেটে কোনো বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোটের অভাবে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার আলোচনা থমকে আছে। এখানে রিপাবলিকানদের সংখ্যা ৫৩ ও ডেমোক্র্যাটদের ৪৭।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত সমাধানে পৌঁছানোর জন্য রিপাবলিকানদের প্রতি ফিলিবাস্টার নিয়ম বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিল পাসের আহ্বান জানিয়েছে। এতে দলীয় বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। উভয় দলের বেশিরভাগ সিনেটর এই নিয়ম বাতিলের বিপক্ষে।
এই অবস্থায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে যাত্রীরা তীব্র ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। একজন যাত্রী জো সুলিভান জানান তার ফ্লাইট বাতিলের পর নতুন ফ্লাইট পাওয়া গিয়েছে ১২ ঘণ্টা পর।
আরো একজন যাত্রী জানান তিনি বিমানযাত্রার বিকল্প হিসেবে ৩০০ ডলার খরচ করে ট্রেনের টিকিট কিনছেন।
পরিস্থিতি সামাল দিতে ডেল্টা, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনস-সহ প্রধান বিমান সংস্থাগুলো যাত্রীদের জন্য বিনা ফিতে টিকিট পরিবর্তন বা সম্পূর্ণ রিফান্ডের সুযোগ ঘোষণা করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।