প্রকাশিত সংবাদের প্রতিবাদে জবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে জবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশান, জবি প্রতিনিধি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়া নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী ফাতিমাতুজ্জোহরা ইমু।

শনিবার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীরাণী হলের গেস্ট রুমে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইমু বলেন, ‘হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়া নিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকায় আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি আমাকে মানসিকভাবে হেনস্তা করার একটি প্রচেষ্টা। এমন সংবাদ সাংবাদিকতার পেশাদার মান ক্ষুণ্ণ করে।’

হলে ‘ছাত্রী তোলা’ ও ‘ছাত্রী সংগঠনের নেতৃত্ব’ নিয়ে অভিযোগ প্রসঙ্গে ইমু বলেন, ‘আমাকে বলা হয়েছে আমি ছাত্রী সংগঠনের নেত্রী এবং হলে ত্রাসের রাজত্ব করছি এসব অভিযোগ ভিত্তিহীন। আমি কোনো নেত্রী নই। ছাত্রী সংগঠনের সামাজিক কর্মকাণ্ড ভালো লাগে বলে তাদের সঙ্গে থাকি। ৫ আগস্টের পর হলে কেউ ক্ষমতা দেখানোর সুযোগ নেই, সবাই এখন সচেতন।’

সংবাদে ব্যক্তিগত আচরণ ও সম্পর্ক নিয়ে মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি হলে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে থাকি। সংবাদে বলা হয়েছে আমার প্রেমিক ছাত্রলীগের নেতা এটি সম্পূর্ণ মিথ্যা। এমন হলুদ সাংবাদিকতার কারণে নারীদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, যার ফলে নারী নেতৃত্ব বিকাশ বাধাগ্রস্ত হয়।’

ইমু আরও বলেন, তিনি আসন্ন জকসু নির্বাচনে হল সংসদের প্রার্থী হিসেবে অংশ নিতে চান। তার ভাষ্য, ‘আমার বিরুদ্ধে সংবাদটি আমাকে মানসিকভাবে হেনস্তা ও জনসমক্ষে বিব্রত করার জন্য করা হয়েছে। অভিযোগের যেসব কথা বলা হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। যদি তারা প্রমাণ দিতে পারে, আমি প্রকাশ্যে ক্ষমা চাইব; আর যদি না পারে, আমি তাদের জুনিয়র হিসেবে ক্ষমা করে দেব।’


এর আগে, 'জবি ক্যান্টিনে খাবারে পোকা, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে হেনস্তা করলেন ছাত্রীসংস্থার নেত্রী' শিরোনামে সংবাদ প্রকাশ হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। এতে বলা হয়, জবির একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়া গেলে তা নিয়ে প্রতিবাদ করলে শিক্ষার্থীর ওপর চড়াও হন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী ও ছাত্রীসংস্থার নেত্রী ফাতেমাতুজ জোহরা ইমু।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ