শাহরুখ খান মুগ্ধ 'পাঠান টু'র চিত্রনাট্যে, নতুন চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বাস

শাহরুখ খান মুগ্ধ 'পাঠান টু'র চিত্রনাট্যে, নতুন চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বাস
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

টানা ফ্লপের পর শাহরুখ খানের হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল 'পাঠান'। এবার 'পাঠান টু'র চিত্রনাট্য দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের কিং খান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইয়াশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া দীর্ঘ দেড় বছর ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন এবং তা এখন চূড়ান্ত হয়েছে।

'পাঠান টু'র চিত্রনাট্য নিয়ে আদিত্য চোপড়া শাহরুখ খানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছেন। চিত্রনাট্যকার আদিত্য চেয়েছেন প্রথম অংশের সাফল্যকে ছাড়িয়ে যেতে। এজন্য তিনি সময় নিয়ে নানা দিক বিবেচনা করে চিত্রনাট্য তৈরি করেছেন। শাহরুখ খান এই চিত্রনাট্য দেখে বেশ খুশি হয়েছেন এবং প্রজেক্টটি নিয়ে তিনি উচ্ছ্বসিত বলে জানা গেছে।

তবে চিত্রনাট্য চূড়ান্ত হলেও এখনও ছবির পরিচালক কে হবেন, তা ঠিক হয়নি। 'পাঠান'-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ বর্তমানে 'কিং' প্রজেক্ট নিয়ে ব্যস্ত। এপ্রিল মাসে 'কিং'-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

'পাঠান' মুক্তি পেয়েই বক্স অফিসে রেকর্ড ভেঙেছিল এবং শাহরুখ খানকে আবারও বলিউডের শীর্ষে পৌঁছে দিয়েছিল। এরপর থেকেই দর্শকদের মধ্যে 'পাঠান টু' নিয়ে প্রতীক্ষা ছিল। এখন চিত্রনাট্য চূড়ান্ত হওয়ায় শীঘ্রই ছবিটির অন্যান্য প্রস্তুতি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শাহরুখ খানের ফ্যানদের আশা, 'পাঠান টু'ও প্রথম অংশের মতোই বক্স অফিসে সাফল্যের নতুন মাত্রা যোগ করবে।


সম্পর্কিত নিউজ