চবি আইকিউএসির উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চবি আইকিউএসির উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ছবির ক্যাপশান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নবনিযুক্ত শিক্ষকদের জন্য পাঁচদিনব্যাপী পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ইয়াহ্ইয়া আখতার নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা কঠিন প্রতিযোগিতা পেরিয়ে শিক্ষক হয়েছেন। এখন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করাই আপনাদের আসল পরীক্ষা। ভালো শিক্ষক হতে হলে শুধু জ্ঞান নয়, পড়ানোর কৌশল, আই কন্টাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ এবং লেকচার ডেলিভারির মতো বিষয়গুলোতেও দক্ষ হতে হবে।”

তিনি আরও বলেন, “বেশিরভাগ প্রশিক্ষণ গবেষণাকেন্দ্রিক হলেও এই প্রশিক্ষণটি শিক্ষকদের শিক্ষাদান প্রক্রিয়া ও পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। আইকিউএসিকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।”

প্রশিক্ষণের প্রথম দিনে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী।

“Foundation Training Program for Professional Development” শীর্ষক এই প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৩০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ