জাবির প্রয়াত অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের পরিবারকে মৃত্যু বিমার চেক প্রদান

জাবির প্রয়াত অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের পরিবারকে মৃত্যু বিমার চেক প্রদান
ছবির ক্যাপশান, জাবি প্রতিনিধি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের পরিবারের হাতে মৃত্যু বীমার চেক হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পক্ষ থেকে চার লাখ টাকার মৃত্যু বীমার চেক হস্তান্তর করা হয়। প্রয়াত অধ্যাপকের বাবা মো. মোস্তাফিজুর রহমান ও মা লুৎফুন্নাহার চেকটি গ্রহণ করেন।


চেক হস্তান্তর সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, কম্পট্রোলার মো. মোসানুল কবীর, ডেপুটি কম্পট্রোলার মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট গণনার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ