চবি ছাত্রী হল এলাকায় আবার ইয়াবা সহ বহিরাগত আটক

চবি ছাত্রী হল এলাকায় আবার ইয়াবা সহ বহিরাগত আটক
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

মাত্র দুই দিনের ব্যবধানে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবাব ফয়জুন্নেসা হল সংলগ্ন এলাকা থেকে এক বহিরাগতকে ইয়াবাসহ আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে।

আটক ব্যক্তির নাম মাইনুর রেজা (২৪)। তিনি হাটহাজারী উপজেলার দক্ষিণ মেঘলা এলাকার বাসিন্দা। সন্দেহজনকভাবে অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে তল্লাশি চালান। তল্লাশিতে তার কাছ থেকে দুই পিস ইয়াবা, ফয়েল পেপার, সিরিঞ্জসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী জাগরণ নিউজ  কে বলেন,“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল টিম রাতের অভিযান চালানোর সময় নবাব ফয়জুন্নেসা হলের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করে। তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করলে তল্লাশি চালিয়ে ইয়াবা ও সেবন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাকে থানায় প্রেরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।”



উল্লেখ্য, গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ এলাকা থেকে ইয়াবাসহ তিন বহিরাগতকে আটক করেছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ