উৎসবমুখর পরিবেশে কুবি ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
শিক্ষার্থীদের আকাঙ্খা, ছাত্র রাজনীতির প্রত্যাশা, শিক্ষার্থীবান্ধব, মানবিক ক্যাম্পাস নির্মাণ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে।
গত ৪ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত মতবিনিময় ও সদস্য ফরম বিতরণ কর্মসূচি উদ্ভোদন করে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক- শরীফ প্রধান শুভ,সহ দপ্তর সম্পাদক- আরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক- মো: নাজমুচ্ছাকিব সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক- আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব- মোস্তাফিজুর রহমান শুভ। মেধাবী ও প্রগতিশীল শিক্ষার্থীদের ছাত্রদলের সদস্য করতে আজ ৯/১১/২০২৫ ইং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের ব্যুাথ বসানো হয়েছে, যেখানে শিক্ষার্থীরা সেচ্ছায় ছাত্রদলের সদস্য হচ্ছে।
সদস্য সংগ্রহের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব- মোস্তাফিজুর রহমান শুভ'র থেকে জানতে চাইলে উনি বলেন, তরুণ মেধাবীদের ছাত্রদলের সম্পৃক্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আজকের এই পদক্ষেপ। কুবি ছাত্রদল মনে করে প্রতিটি শিক্ষার্থী তার পছন্দের ছাত্র সংগঠনকে বেঁচে নেবার সুযোগ রয়েছে, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশে থাকে, দেশের ক্রান্তিলগ্নেও ছাত্রদল সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয়া সংগঠন। ১৯৫২,১৯৬৬,১৯৬৯,১৯৯০ সহ ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছাত্র সমাজ দিয়েছে। ১৯৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানেও ছাত্রদল সামনে থেকেই নেতৃত্ব দিয়ে দেশকে সংকট থেকে উত্তরণ করিয়েছে,তাই আগামীর সুন্দর, মানবিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রদলের পাশে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থী সমাজ পথ চলবে এই প্রত্যাশাই করি। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আমাদের একটি সুন্দর ক্যাম্পাস পরিচালনায় সহায়ক হবেন।
সদস্য সংগ্রহের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক- আব্দুল্লাহ আল মামুন বলেন, এগুলো আমাদের চলমান প্রক্রিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সুসংগঠিত করতে আমাদের নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের প্রত্যাশা হলো- আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীরাও একত্রে কাজ করবে। বৈষম্যহীন ক্যাম্পাসে আমাদের প্রত্যাশা সকলে প্রকাশ্যে এসে তাদের মতামত প্রকাশ করবে,তাদের পছন্দ মতো রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করবে সেই প্রত্যাশাই রিলো।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।