উপাচার্যের নেতৃত্বে চীন সফরে রাবির প্রতিনিধিদল

উপাচার্যের নেতৃত্বে চীন সফরে রাবির প্রতিনিধিদল
  • Author, রাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীবের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল চীন সফরে গেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. আখতার হোসেন মজুমদার নিশ্চিত করেন। সোমবার (১০ নভেম্বর) সকালে চীনের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেছেন তারা।

এই সফরকালে তারা মঙ্গলবার (১১ নভেম্বর) হংহে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নধীন কনফুসিয়াস ইনস্টিটিউটের বোর্ড সভায় অংশ নিবেন। এছাড়াও উপাচার্যসহ প্রতিনিধিদলের সদস্য প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ১৪-১৬ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চাইনিজ ল্যাংগুয়েজ কনফারেন্সে যোগ দিবেন। 

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আক্তার, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও রাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের উপ-পরিচালক প্রফেসর আব্দুল মতিন তালুকদার।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ