জাবি উপাচার্যের শুভেচ্ছা: ‘Nagao Wetland Fund’ পুরস্কারে ভূষিত ড. নজরুল ইসলাম

জাবি উপাচার্যের শুভেচ্ছা: ‘Nagao Wetland Fund’ পুরস্কারে ভূষিত ড. নজরুল ইসলাম
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা পুরস্কার ‘Nagao Wetland Fund 2025’ অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানান

অধ্যাপক ড. নজরুল ইসলামের ‘Modeling Community-led Conservation Strategy Integrating Science-Policy Nexus for Reducing the Degradation of Tanguar Haor Wetland in Bangladesh’ শীর্ষক প্রকল্পটি সুইজারল্যান্ডের Secretariat of the Convention on Wetlands কর্তৃক অর্থায়নের জন্য পুরস্কৃত হয়েছে।

অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক  মোহাম্মদ কামরুল আহসান বলেন, "অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের এ আন্তর্জাতিক পুরস্কার অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এক গৌরবময় অর্জন। তাঁর এই সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন এবং বৈজ্ঞানিক উৎকর্ষের ধারাকে আরও বেগবান করবে। আমি বিশ্বাস করি, তাঁর এই মৌলিক গবেষণা বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ গবেষণাকে বৈশ্বিক পরিসরে আরও সমৃদ্ধ করবে।”

এ বিষয়ে অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, “আমার এই গবেষণার মূল বিষয় হলো বাংলাদেশের হাওর অঞ্চল, বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের জলাভূমিগুলো জলবায়ু পরিবর্তন ও মানুষের ব্যবহারের নানাবিধ প্রভাবের কারণে জীববৈচিত্র্যের ক্ষতির সম্মুখীন হচ্ছে তা মোকাবিলা করার জন্য একটি কৌশল প্রণয়ন করা। এই গবেষণা রামসার কনভেনশন সাইট টাঙ্গুয়ার হাওরের জন্য একটি 'কমিউনিটি-নেতৃত্বাধীন সংরক্ষণ কৌশল মডেল' তৈরি করবে।
এই গবেষণার লক্ষ্য হচ্ছে হাওরের ওপর নির্ভরশীল জেলে, কৃষক এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের মধ্যে হাওরের গুরুত্ব এবং অবনতির কারণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সংরক্ষণে নেতৃত্ব দিতে উৎসাহিত করা। প্রকল্পটি হাওরের হাইড্রোলজিক্যাল এবং ইকোলজিক্যাল প্রভাব বিশ্লেষণ করে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবে এবং কমিউনিটির সাথে শেয়ার করবে। 
নীতি-নির্ধারণী পর্যায়, সরকার এবং বেসরকারি খাতের ইনপুট ব্যবহার করে রামসার সাইটটির ভবিষ্যৎ অবক্ষয় রোধে কাজ করা।”

উলেখ্য, অধ্যাপক নজরুল ইসলামের গবেষণাটি বাংলাদেশের টাঙ্গুয়ার হাওরের টেকসই সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক উদ্যোগকে বৈজ্ঞানিকভাবে মডেলিং করার একটি উদ্ভাবনী প্রয়াস।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ