১২ নভেম্বর ঢাকার দশ স্থানে ফ্যাসিবাদি, গুম,খুন ও লুটপাট সংক্রান্ত বিশেষ ফিল্ম প্রদর্শনী

১২ নভেম্বর ঢাকার দশ স্থানে ফ্যাসিবাদি, গুম,খুন ও লুটপাট সংক্রান্ত বিশেষ ফিল্ম প্রদর্শনী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল ১২ নভেম্বর মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর মূল বিষয়বস্তু হবে ফ্যাসিবাদি, গুম, খুন ও লুটপাট সংক্রান্ত ঘটনা। এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি 'জুলাইয়ের গান' শিরোনামের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

প্রদর্শনী সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ঢাকা শহরের দশটি ভিন্ন স্থানে একযোগে আয়োজন করা হবে। প্রদর্শনীস্থলগুলো হলো: টিএসসি, চাবি; যাত্রাবাড়ী পার্ক; রবীন্দ্র সরোবর, ধানমন্ডি; বাহাদুর শাহ পার্ক; মিরপুর পল্লবী (হারুন মোল্লার মাঠ); উত্তরা ৩ নং সেক্টর মুক্তমঞ্চ; উত্তরা জমজম টাওয়ার; মোহাম্মদপুর (টাউন হল মাঠ); হাতিরবিল এম্ফিথিয়েটার এবং হাতিরঝিল (রামপুরা প্রান্ত)।

শিল্পকলা একাডেমি এই প্রদর্শনীর ব্যবস্থাপনা করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফ্যাসিবাদ, গুম ও হত্যার ইতিহাসকে প্রজন্মের সামনে তুলে ধরা এবং জনগণকে সচেতন করার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী দর্শকরা বাস্তব অভিজ্ঞতা এবং চলমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতন হবার সুযোগ পাবেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি সবাইকে এ আয়োজনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এবং অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে। আয়োজনকর্তারা আশা করছেন, এই প্রদর্শনী দর্শকদের মধ্যে মানবাধিকারের প্রতি দায়বদ্ধতা, সমাজ সচেতনতা এবং ইতিহাসবোধ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ