ট্রাম্পকে ভয় পাইনাঃ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পায়না বলে উল্লেখ করেন। একইসাথে তিনি পশ্চিমা সামরিক সহায়তার পরিমাণ নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সাহায্যই যথেষ্ট নয়।
প্রেসিডেন্ট জেলেনস্কি দৃঢ়তার সাথে বলেন, যদিও 'বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি', তবে তিনি নিজে সেই দলে পড়েন না। তার ভাষ্যে, "আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?"
তিনি আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তার গভীর শ্রদ্ধা উল্লেখ করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক 'কৌশলগত অংশীদারিত্বের' ভিত্তিতে বহু বছর ধরে গড়ে উঠেছে।
এসময় তিনি গত অক্টোবরে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটিকে ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ বলে বর্ণনা করেন। এই আলোচনায় ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান তারা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছেন। পাশাপাশি, তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান যেন তারা নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দেন। পশ্চিমা সামরিক সহায়তার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়।"
জেলেনস্কি আরও জানান, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার বলেন, ট্রাম্প রাজা চার্লসকে ‘খুব সম্মান করেন’ এবং তাকে ‘খুব গুরুত্বপূর্ণ’ মনে করেন।
এই সাক্ষাৎকারের সময় কিয়েভের মারিনস্কি প্রাসাদে রুশ হামলার কারণে বিদ্যুৎ ছিলোনা। হাসিমুখে জেলেনস্কি এই অবস্থাকে বলেন, "এটাই আমাদের বাস্তবতা।"
জেলেনস্কি রাশিয়াকে ‘ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ’ পরিচালনার দায়ে অভিযুক্ত করেন এবং সতর্ক করেন যে ইউক্রেন যুদ্ধ চলাকালেই মস্কো অন্য কোনো ইউরোপীয় দেশে নতুন করে হামলা করতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।