চবিতে ভর্তি যোগ্যতা শিথিল, বাতিল পোষ্য কোটা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা শর্তে পরিবর্তন আনা হয়েছে। এবার সব ইউনিটে ন্যূনতম জিপিএর মানদণ্ড গত বছরের তুলনায় শূন্য দশমিক পাঁচ (০.৫) কমানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিল করা হয়েছে, তবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীসহ অন্যান্য কোটা বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা চারটি ইউনিটে অনুষ্ঠিত হবে- ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান, জীববিজ্ঞান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ও প্রকৌশল অনুষদ) আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলে ন্যূনতম জিপিএ থাকতে হবে ৭.৭৫। এর মধ্যে মাধ্যমিকে অন্তত জিপিএ ৪.০০ এবং উচ্চমাধ্যমিকে অন্তত জিপিএ ৩.২৫ থাকতে হবে।
‘বি’ ইউনিটে (কলা ও মানববিদ্যা অনুষদ) মানবিক বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ থাকতে হবে ৭.০০, আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের জন্য শর্ত নির্ধারণ করা হয়েছে মোট জিপিএ ৭.৫০। ‘সি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ থাকতে হবে ৭.৫০।
‘ডি’ ইউনিটে (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ) সব গ্রুপের শিক্ষার্থী আবেদন করতে পারবে। এ ইউনিটে আবেদন করার জন্য মোট ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.০০।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভর্তি প্রক্রিয়া আগের মতোই ইউনিটভিত্তিকভাবে অনুষ্ঠিত হবে এবং আবেদনের তারিখ ও সময়সূচি পরে প্রকাশ করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।