প্রশাসন তালবাহানা করলে শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার অপসারণের আন্দোলন করবে রাকসুঃ ভিপি জাহিদ
- Author, রাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
রেজিস্ট্রারকে অপসারণের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নেতৃবৃন্দের ২৪ ঘণ্টার আল্টিমেটামের সময় শেষ হলেও সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। অন্যদিকে এ বিষয়ে রাকসু ছাড় দিবে হবে না বরং তালবাহানা করলে প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছে।
উপাচার্য রাজশাহীর বাইরে থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর ড. মো. মাঈন উদ্দীন। তিনি আরো বলেন, "আমি বর্তমানে রুটিন দায়িত্বপালন করছি। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে উপাচার্য নিজে সিদ্ধান্ত জানাবেন। তিনি বর্তমানে চীন সফরে আছেন। আগামী ১৭ নভেম্বর দেশে ফিরবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন"।
রাকসু নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়ে ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করার বিষয়েও রাজি করানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রেজিস্ট্রার স্যারের বিষয়ে অভিযোগের শেষ নেই। উনি বারংবার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। উনার অপসারণের ব্যাপারে আমরা ছাড় দিব না। আমরা ভিসি দপ্তরে গিয়েছিলাম ভিসি স্যার দেশের বাইরে থাকায় উপ-উপাচার্য স্যারের সাথে কথা হয়েছে। উনারা ১৭ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন। আমরাও সম্মত হয়েছি। তবে এটি নিশ্চিত এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তাল-বাহানা করলে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে দাবি আদায়ে মাঠে নামতে বাধ্য হব।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।