জাবির ২০ শিক্ষার্থী পেলেন জাপানের এনইএফ বৃত্তি

জাবির ২০ শিক্ষার্থী পেলেন জাপানের এনইএফ বৃত্তি
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০ শিক্ষার্থী নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তি পেয়েছেন ।

মঙ্গলবার (১১নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক  মোহাম্মদ কামরুল আহসান এনইএফ বৃত্তির সপ্তম ও অষ্টম ব্যাচের  শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
 
অনুষ্ঠানে উপাচার্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদার জায়গাগুলোতে বৈষম্য দূর করতে হবে। অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে কষ্ট হয়। সেজন্য বৃত্তি দেওয়ার ক্ষেত্রে মেধাবীদের পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের বিষয়টিও বিবেচনা করার আহ্বান জানান উপাচার্য। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যয় করার উপদেশ দেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, এনইএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনভেনার অধ্যাপক ড. এ. এইচ. এম. সা’দৎ হোসেন। অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ