ইসলামাবাদে আত্মঘাতী হামলায় পাক প্রধানমন্ত্রীর আঙুল ভারতের দিকে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে তিনি অভিযোগ করেন যে এই নৃশংস হামলায় ভারতের চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর এই হামলা নিন্দনীয় ও ঘৃণ্য।“
তিনি ভারতকে অবিলম্বে এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, "পাকিস্তান শান্তি চায়, কিন্তু নিজের নাগরিকদের রক্ষায় কোনো আপস করবে না।"
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নিশ্চিত করেছেন যে, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে সংঘটিত এই আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা আশপাশের এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, "কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে।"
তিনি বলেন এই হামলার পেছনে কাবুলের কোনো বার্তা রয়েছে। তিনি বলেন এই বার্তার "জবাব পাকিস্তান দিতে জানে।"
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এখন পর্যন্ত ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীর আনা এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।