জাবির ভর্তি পরীক্ষা এবছরও হচ্ছে না বিভাগীয় শহরে
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার দাবি এবারও উপেক্ষিত ।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির আলোচনা শেষে সভাপতি সাক্ষরিত বিজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে। এতে বলা হয়, ২০২৫ -২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়) গ্রহণের ক্ষেত্রে যে বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি প্রয়োজন সেটি এত স্বল্প সময় সম্ভব না। সাথে দেশের বর্তমান পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়। এছাড়া ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষে বিভাগীয় শহর কেন্দ্রীক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবে কিনা সে বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতি আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৬ সালের শুরু থেকেই গ্রহণের সুপারিশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমপরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, লজিস্টিক ও নিরাপত্তাগত কারণে এবারও ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
তিনি আরো বলেন, “বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার প্রস্তাব বিবেচনা করা হয়েছিল। তবে পর্যাপ্ত প্রস্তুতি, দেশের সার্বিক পরিস্থিতি, প্রশ্নপত্র নিরাপত্তা এবং পরীক্ষার মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনা করে আগের নীতিই বহাল রাখা হয়েছে।”
এর ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছুদের রাজধানীর নিকটবর্তী সাভার ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে হবে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অভিযোগ করেছেন, দূরবর্তী জেলা থেকে যাতায়াত ও থাকা-খাওয়ার খরচের কারণে তাদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর এর শেষের সপ্তাহে থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা, যা ইউনিট ভিত্তিক ধারাবাহিক ভাবে চলবে জানুয়ারি পর্যন্ত।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।